SEO এর পরিচয়
SEO
Search Engine
Google, Yahoo, Ask ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন। এর মধ্যে গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে কোন বিষয়ের উপর তথ্য জানতে চাইলে তা সেই অনুযায়ী সম্ভাব্য সবচেয়ে ভালো সাইট গুলা আপনার কাছে দেখাবে।
সার্চ ইঞ্জিন এর প্রয়োজনীয়তা !!!
সার্চ ইঞ্জিন এর প্রয়োজনীয়তা ব্যাপক। একটা ওয়েব সাইট বানানোর পর ফেসবুক এ বা বিভিন্ন সোশ্যাল সাইট এ শেয়ার করে আর বন্ধুবান্ধবদেরকে বলে সাইট এর কিছু ভিজিটর আনা যাবে কিন্তু সাইট এর মুল ভিজিটর পেতে হলে এসইও অনেক জরুরি।
আবার দেখুন প্রতিদিন অনেক সাইট তৈরি হচ্ছে। এখন মানুষ এর মধ্যে হাতেগোনা ১০টা সাইট এর নাম মনে রাখে। কিছু বুকমার্ক এ রাখে। কিন্তু তারা যখন কোন কিছুর দরকার হয় তখন সে গুগল এ সার্চ দেয় তখন সে যদি রেসাল্ট এ আপনার সাইট পেয়ে যায় এবং ভালো কন্টেন্ট পায় ভিতরে তাহলে সে আপনার সাইট এ আবার ঘুরতে আসবেই
আপনি যদি সাইট এ গুগল আডসেন্স এর মাধ্যমে আয় করার প্লান করে থাকেন তাহলে আপনাকে এসইও ছাড়া কোন উপায় নাই। কারন গুগল কখনও আপনার এমন সাইটকে অ্যাডসেন্স দিবে না যার সাইট এর ট্রাফিক কম।
0 comments:
Post a Comment