ত্রিকোণমিতির ধারণা
ত্রিকোণমিতি গণিতের একটি শাখা, যাতে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। ত্রিকোণমিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Trigonometry। এই শব্দটি আবার গ্রিক শব্দ trigōnon "ত্রিভুজ" এবং metron "পরিমাপ" থেকে উদ্ভূত হয়েছে ।ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত এবং বিপরীত অনুপাত নিয়ে ত্রিকোণমিতির পরিমাপ গুলো হয়ে থাকে । এদেরকে sine (sin), cosine (cos), tangent (tan), cotangent (cot), secant (sec), এবং cosecant (csc) দিয়ে প্রকাশ করা হয়ে থাকে ।
সমকোণী ত্রিভুজ
এবং এর বিভিন্ন বাহুর অনুপাত
গুরুত্বপূর্ণ
মানগুলো
কোণের বিভিন্ন মানগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে
৯০ ডিগ্রির বিজোর
গুনিতক হলে লম্ব এবং পরস্পর পরিবর্তন ঘটে তাই কোণের পরিবর্তন ঘটে । যেমন
0 comments:
Post a Comment